Shaheed Major Salah Uddin Momtaz Bir Uttam High School
background image
শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় ফেনী জেলার ফেনী সদর উপজেলার একটি অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় ৫২ বছরেরও বেশি কাল ধরে স্কুলটি তার স্বীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় ফেনী জেলার ফেনী সদর উপজেলায় অবস্থিত এবং ফেনী জেলার ঐতিহ্যবাহী স্কুলটির ইতিহাস এর ক্রমবর্ধমান অবকাঠামো ও পাঠদান পদ্ধতির সঙ্গে ওতোপ্রতভাবে জড়িত। ১৯৭২ খৃষ্টাব্ধ থেকে অধ্যবধি উন্নত শিক্ষার পাশাপাশি সামাজিক ও সাংস্কিৃতিক কর্মকান্ডে যথেষ্ট অবদান রেখে আসছে।
বিদ্যালয়ের  বৈশিষ্ট্য ও   প্রয়োজনীয় তথ্য সমূহঃ
নিজস্ব মনোরম ও নিরিবিল ক্যাম্পাস।

অতিরিক্ত বইয়ের বোঝা চাপানোর বাহুল্যতা বর্জন।

শিক্ষক, পরিচালনা পরিষদ ও অভিভাবক সমন্বয়।

নিয়মিত Class Monitoring ও মূল্যায়ন সভা।

 Co-Curricular Activities এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের।

সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা।

সরকারি ও বেসরকারি বৃত্তির ব্যবস্থা।   

শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা।     

অভিজ্ঞ ও নিবেদিত শিক্ষকমন্ডলীর নিবিড তত্ত্বাবধান,
অরাজনীতি, ধুমপান ও নকলমুক্ত পরিবেশে শিক্ষাদান।

অংকন, আবৃত্তি ও সাংস্কৃতিক চর্চার বিশেষ ব্যবস্থা।

শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনের লক্ষ্যে
বাৎসরিক শিক্ষা সফরের ব্যবস্থা।

সম্মানিত পরিচালনা পর্ষদ

photo

photo